Household & Commercial Water Purifier
Filtration Media & Chemicals
Pump & Blower
Accessories
By Brand
ভুল সিদ্ধান্ত, ভয়ঙ্কর পরিণতি
আপনার ফিল্টার কি শুধু পানি পরিষ্কার করে নাকি সত্যিকারের নিরাপদ করে তোলে? এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ স্বাস্থ্য।
বাংলাদেশের অধিকাংশ অঞ্চলেই ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক, লোহা (Iron), ব্যাকটেরিয়া, ও দুর্গন্ধ উপাদান বিদ্যমান। অথচ, বেশিরভাগ মানুষ ফিল্টার কেনার সময় শুধুই ডিজাইন বা দাম দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ফলাফল? ফিল্টার থাকলেও পানি নিরাপদ নয়। কারণ, ভুল প্রযুক্তি = অসম্পূর্ণ বিশুদ্ধতা = স্বাস্থ্যঝুঁকি।
আপনার পানির সমস্যাটা আগে বুঝুন।
১. পানিতে আর্সেনিক ও লোহা? তাহলে RO ছাড়া বিকল্প নেই!
যদি আপনার পানিতে আর্সেনিক বা অতিরিক্ত লোহার সমস্যা থাকে, তবে সাধারণ কার্বন ফিল্টার বা UF দিয়ে আপনি কেবল পানির রঙ বদলাতে পারবেন, বিষাক্ত উপাদানগুলো থেকে মুক্তি পাবেন না। এখানে প্রয়োজন RO (Reverse Osmosis) প্রযুক্তি, যা উচ্চচাপের মাধ্যমে আর্সেনিক, লোহা, হেভি মেটাল এবং অন্যান্য বিষাক্ত উপাদান দূর করে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন আর্সেনিকযুক্ত পানি পান করলে চর্মরোগ, কিডনি ডিজঅর্ডার, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই, যাদের এলাকায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক ও লোহার উপস্থিতি রয়েছে, তাদের জন্য RO ফিল্টার একমাত্র সঠিক প্রযুক্তি।
২. পানিতে দুর্গন্ধ বা খারাপ স্বাদ? ব্যবহার করুন Taste & Odor ও GAC ফিল্টার
অনেক সময় পানিতে কোনও দৃশ্যমান সমস্যা না থাকলেও গন্ধ থাকে কিংবা পানির স্বাদ তিক্ত লাগে। এর কারণ হতে পারে :
· পানি দীর্ঘক্ষণ রিজার্ভারে থাকার ফলে গন্ধ তৈরি হওয়া
· ক্লোরিনের উপস্থিতি
· জৈব উপাদানের বিক্রিয়া
এই সমস্যার সমাধানে প্রয়োজন Taste & Odor ও GAC (Granular Activated Carbon) ফিল্টার, যা পানির গন্ধ ও স্বাদ উভয়কেই শুদ্ধ করে তোলে। এটি সাধারণ ফিল্টারের তুলনায় বেশি কার্যকর, বিশেষ করে শহরের বা ওয়াসার পানি ব্যবহারে।
৩. পানিতে ব্যাকটেরিয়া ও জীবাণু থাকলে লাগবে UV প্রযুক্তি
আপনার পানিতে যদি ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্য কোন জীবাণুর সমস্যা থাকে, তাহলে শুধু RO বা কার্বন ফিল্টার যথেষ্ট নয়। এখানে দরকার হয় UV (Ultraviolet) প্রযুক্তি, যাতে করে :
· UV আলো জীবাণুগুলোর DNA ধ্বংস করে ফেলে, ফলে তা আর বংশবিস্তারে সক্ষম হয় না
এই প্রযুক্তি নিশ্চিত করে ব্যাকটেরিয়ামুক্ত, নিরাপদ পানীয় জল—বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পানির মান বুঝে ফিল্টার বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আমরা অনেকেই ভাবি, যত বেশি প্রযুক্তি তত ভালো ফিল্টার। কিন্তু বাস্তবতা হলো— আপনার এলাকার পানির গুণমানের ওপর নির্ভর করে কোন ফিল্টার আপনার জন্য উপযুক্ত হবে। যদি আপনার এলাকার পানির গুণমান ভালো, সেখানে বেশি প্রযুক্তির দরকার নেই। সাধারণ কার্বন বা UF ফিল্টার যথেষ্ট।
কিন্তু যদি পানিতে আর্সেনিক, লোহা, দুর্গন্ধ বা জীবাণুর সমস্যা থাকে, তাহলে RO + UV + GAC ফিল্টারের কম্বিনেশনই আপনার স্বাস্থ্য রক্ষার সবচেয়ে নিরাপদ পন্থা।
Heron, Sanaky, Lan Shan—নির্ভরযোগ্য প্রযুক্তির নাম
আপনার পরিবারের নিরাপত্তা যখন প্রশ্নে আসে, তখন যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমরা যে ব্র্যান্ডগুলো সরবরাহ করি, তারা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিশ্বাস অর্জন করে আসছে, যেমন :
Heron Water Filter:
দাম ও কার্যকারিতার দুর্দান্ত সমন্বয়। RO, UV, UF, GAC— সবধরনের প্রযুক্তিতে সমৃদ্ধ। শহর হোক বা গ্রাম, Heron-এ আছে সব ধরনের পানির সমস্যার সমাধান।
Sanaky Water Purifier:
প্রিমিয়াম ডিজাইন ও অ্যালকালাইন মিনারেল প্রযুক্তি। বিশেষ করে যাদের পানিতে গন্ধ বা স্বাদের সমস্যা আছে, তাদের জন্য Sanaky Filter আদর্শ।
Lan Shan Water Filter:
টেকসই ও উচ্চক্ষমতার ফিল্টার সিস্টেম। বড় পরিবার বা হেভি ইউজের জন্য পারফেক্ট। আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আর্সেনিক রিমুভাল সলিউশন।
What kind of water is safe for children?
ঢাকার পানি কি সত্যিই পানযোগ্য?
বাচ্চাদের পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় মা-বাবার করণীয়
The Harsh Reality of Our Drinkable Water
রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার কি ? রিভার্স অসমোসিস হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে তাপ ছাড়া পানিকে বিশুদ্ধ করে।